ঢাকা, শনিবার   ৩০ নভেম্বর ২০২৪

নাটোরে ভিমরুলের কামড়ে শিশুর মৃত্যু 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:৪৭, ৩ আগস্ট ২০১৯

নাটোরের বাগাতিপাড়ায় ভিমরুলের কামড়ে শাফি আহমদে (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩ আগস্ট) ভোর ৫টার দিকে বাগাতিপাড়া উপজেলার দয়ারামপুর তালতলা বিলপাড়া এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। 

নিহত শাফি উপজেলার তালতলা বিলপাড়া এলাকার চান মিয়ার ছেলে এবং তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।

স্কুলের প্রধান শিক্ষক নিলীমা রানী ওই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, গতকাল শুক্রবার বেলা ১২টার দিকে বাড়ির পাশে অন্যদের সাথে খেলা করছিল শাফি। এক সময় ভিমরুলের চাকে ঢিল ছুড়লে ভিমরুল তাকে কামড় দেয়। অসুস্থ অবস্থায় তাকে বনপাড়া আমেনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার উন্নতি না হলে চিকিৎসকরা শাফিকে নাটোর সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন। 

কিন্তু শাফির স্বজনরা সদর হাসপাতালে না নিয়ে রাতে বাড়ি নিয়ে আসেন। রাতভর যন্ত্রনায় কাঁতরাতে কাঁতরাতে শনিবার ভোর ৫টার দিকে মারা যায় সে। তিনি বলেন, শাফির শরীর ফুলে ফেঁপে ওঠে। পচন ধরায় শরীর দিয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। 

দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মিঠু ঘটনার সতত্যা নিশ্চিত করেছেন।

আই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি